test 6

শোকবার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন

এক শোকবার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্বপন ছিলেন আপাদমস্তক একজন প্রগতিশীল ও মুক্তবুদ্ধি চর্চার মানুষ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নতুন প্রজন্মকে জানাতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি শুধু একজন বীর মুক্তিযোদ্ধাকে হারায়নি, হারিয়েছে একজন শ্রেষ্ঠ সম্পদকে। আমি মোহাম্মদ আলী স্বপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁর পরিবার-পরিজন, মুক্তিযুদ্ধের সহকর্মী, রাজনৈতিক সহকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।